এবার রোমান্স ছেড়ে অ্যাকশনে প্রেম

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

এবার রোমান্স ছেড়ে অ্যাকশনে প্রেম

salman_khan_sooraj

বিনোদন ডেস্ক : পরিচালক সুরাজ বার্জাতিয়ার হাত ধরেই প্রেম নামে বলিউড সিনেমায় আগমন ঘটেছিল সালমান খানের। এরপর প্রায় পনের বারের মতো প্রেম চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রত্যেকবারই তাকে দেখা গেছে রোমান্স করতে। তবে এবার রোমান্স ছেড়ে অ্যাকশন নিয়ে আসছেন প্রেম।

প্রায় ১৬ বছর পর প্রেম রতন ধন পায়ো সিনেমার মধ্য দিয়ে সুরাজ বার্জাতিয়ার ‘প্রেম’ হয়ে অভিনয় করেছেন সালমান খান। আবারও একসঙ্গে ফিরছেন এ দুই নির্মাতা-অভিনেতা। তবে, এবার ম্যানে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন বা হাম সাথ সাথ হ্যায় সিনেমার সাদাসিদে রোমান্টিক বয় প্রেমকে দেখবে না দর্শক। বরং থাকবে প্রেমের সঙ্গে দাবাং ছোঁয়া।

জানা গেছে, সালমানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করবেন সুরাজ বার্জাতিয়া। এতদিন দুজন মিলে দর্শকদের উপহার দিয়েছেন পারিবারিক ঘরানার সিনেমা। রাজশ্রী এন্টারটেইনমেন্টের রীতি ভেঙে এবার সুরাজ হাঁটছেন অন্য পথে। প্রেমকে আর পারিবারিক সংস্কারে বেঁধে না রেখে হাজির করবেন অ্যাকশন রূপে।

গত বছরের ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান অভিনীত এবং সুরাজ বার্জাতিয়া সিনেমা প্রেম রতন ধন পায়ো। দর্শকের কাছে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। তা ছাড়া প্রেম চরিত্রে সালমান বরাবরই হিট। এবার প্রেমকে দিয়ে কি ধরনের অ্যাকশন দর্শকদের উপহার দেবেন সুরাজ সেটিই দেখার পালা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com