সিলেট ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : বঙ্গকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার কয়েক ঘন্টার সফরে সিলেট আসছেন। আজ সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। তাঁকে বরণে পূর্ণভাবে প্রস্তুত সিলেট। সম্পন্ন হয়েছে সব আয়োজন। এবার শুধু তাঁর আগমনের অপেক্ষা।
দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমানযোগে সিলেটে পৌঁছার পর প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গত কয়েকদিন ধরে সিলেটজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। যার পূর্ণতা পাচ্ছে আজ তাঁর আগমনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর জন্য পুরো সিলেট নগরীর সেজেছে নতুনরূপে। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর শত শত তোরণে ছেয়ে গেছে পুরো সিলেট নগরী। প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানস্থল, মদন মোহন কলেজ ক্যাম্পাসকে নান্দ্যনিকরূপে সাজানো হয়েছে। এছাড়া সিলেট সার্কিট হাউসেও লেগেছে আলোকচ্ছটা। প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলীয়া মাদরাসা মাঠে নির্মাণ করা হয়েছে বিশালাকারের মঞ্চ।
সব আয়োজন শেষে এখন প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সিলেটবাসী। তিনি আসবেন, উন্নয়ন কাজের উদ্বোধন করবেন এবং সিলেটের উন্নতির জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণের প্রতিশ্রুুতি দিয়ে যাবেন, এমনটাই মনে করছেন সিলেটবাসী।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য পুরো আয়োজন সম্পন্ন হয়েছে। তাকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত।’
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা সিলেট নগরীকে কঠোরতর নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যরা গিজগিজ করছেন পুরো নগরীজুড়ে। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি