এবার সেরা অভিনেতা আরেফিন শুভ, অভিনেত্রী পরীমনি

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

এবার সেরা অভিনেতা আরেফিন শুভ, অভিনেত্রী পরীমনি

বিনোদন ডেস্ক :: ‘১৬তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান’ রোববার অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল মুখগুলোর উপস্থিতে। এবার সিজেএফবি চিত্রনায়ক আরেফিন শুভকে সেরা অভিনেতা এবং পরীমনিকে সেরা অভিনেত্রী নির্বাচিত করেছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে এ আয়োজন করা হয়। দেশের জাতীয় সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন বিভাগীয় সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা দিয়েছে খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী ও পরিচালকদের পুরস্কৃত করেছে। আর বিশেষ সম্মাননা দিয়েছে সঙ্গীতশিল্পী বেবী নাজনীনকে।

এ আয়োজন ঘিরে সংস্কৃতি ও বিনোদন জগতের প্রবীণ-নবীন তারকা শিল্পী-কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হয়। সিজেএফবির সভাপতি এনাম সরকার এর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, বিশেষ অতিথি সিজেএফবির প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com