সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামিক স্টেট (আইএস)। সন্ত্রাসবিরোধী ৩৪ দেশের সামরিক জোট গঠনের পর এক ভিডিও বার্তায় আইএস সৌদি আরবের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দিয়েছে। জোট গঠনে সৌদি আরবের ‘সমন্বয়কারী’ দাবি করে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। খবর মিররের।
এদিকে, পাকিস্তারে ডন পত্রিকা জানায়, পাকিস্তান তাদের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলোর তালিকায় আইএসকে অন্তর্ভুক্ত করেছে।
বৃটেনের মিররের খবরে বলা হয়, বৃহস্পতিবার একটি হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে আইএস। এতে কয়েকজন আইএস সদস্য ‘ক্রুসেডারদের’ জোটে যোগ দেয়ার অভিযোগ তোলে সৌদি আরবের বিরুদ্ধে। সিরিয়ায় গিয়ে তাদের সঙ্গে সৌদি আরবকে লড়াই করার আহ্বান জানায় তারা। ভিডিও ক্লিপের শেষে সৌদি ‘সমন্বয়কারী’ দাবি করে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
পাকিস্তান সরকারের নিষিদ্ধ তালিকায় আইএসকে অন্তর্ভুক্তির বিষয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে আইএসের অবস্থান অস্বীকার করার পর সরকার প্রকাশ করেছে যে, নিষিদ্ধঘোষিত ৬১ সংগঠনের মধ্যে রয়েছে আইএস। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বালিঘুর রহমান সিনেটকে অবহিত করেন যে আইএসকে ওই তালিকায় যুক্ত করা হয়েছে ১৫ জুলাই।
Design and developed by ওয়েব হোম বিডি