এবার স্বামীর লেখা গানে অস্ট্রেলিয়া মাতাবেন শাওন

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫

এবার স্বামীর লেখা গানে অস্ট্রেলিয়া মাতাবেন শাওন

Shawon

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেশ থেকে সুদূর অস্ট্রেলিয়ায় নিয়ে যাবেন স্ত্রী মেহের আফরোজ শাওন। অর্থাৎ নতুন বছরে অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বামী হুমায়ূন আহমেদ-এর লেখা কয়েকটি গান গেয়ে শোনাবেন তিনি।

পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিখ্যাত এ উপন্যাসিকের বিদেহী আত্মার স্মৃতিচারণ করে একটা অধিবেশনেরও আয়োজন করা হবে। ‘বাশভূমি’র ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করবেন আবিদা রুচি।

স্বামী হুমায়ূন আহমেদের লেখা গল্প নিয়ে নির্মানাধীন ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাওন। নতুন বছরে মুক্তির কথা রয়েছে ছবিটির। এতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, তানিয়া আহমেদ ও ফেরদৌস আহমেদ-এর মত জনপ্রিয় ঢালিউড তারকারা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com