এবার ৪৫ কোটি টাকার কেলেঙ্কারিতে যুবরাজ-হরভজন সিং

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

এবার ৪৫ কোটি টাকার কেলেঙ্কারিতে যুবরাজ-হরভজন সিং

resize61726

সেন্ট্রাল বুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তোপের মুখে পড়তে যাচ্ছেন দুই ভারতীয় ক্রিকেটার – যুবরাজ সিং ও হরভজন সিং। তাদের বিরুদ্ধে অভিযোগ ৪৫ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন তারা। ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে তেমনটাই বলা হয়েছে। এজন্য সিবিআই ডেকে পাঠাতে পারে এই দু’জনকে। আর সেটা হলে, এই দুই তারকা ক্রিকেটারের ক্যারিয়ারে বড় একটা কলঙ্কই হয়ে থাকবে ব্যাপারটা। উপহার হিসেবে পার্ল গ্রুপের থেকে জমি পেয়েছিলেন যুবরাজ ও হরভাজন। যদিও সেই দাবি খারিজ করেছেন যুবির মা। বহু হাজার কোটি টাকার চিটফান্ড মামলার প্রধান চাঁই তথা পার্লস গ্রুপের ডিরেক্টর নির্মল সিং ভঙ্গুকে গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তার হয়েছেন সংস্থার চার কর্মকর্তাও।

পার্ল গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট তারকা ব্রেট লি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি দলের স্পন্সরও ছিল ওই সংস্থা। ২০১১ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ও স্পন্সর করে তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com