এভাবে মেয়েদের ব্যবহার না করলেও হয়!

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

এভাবে মেয়েদের ব্যবহার না করলেও হয়!
bir_33597
বিনোদন ডেস্ক : ‘মাস্তিজাদে’-র সেই বীর দাস, যিনি ছবির প্রচারের জন্য নগ্ন হয়ে নেমেছিলেন মুম্বাইয়ের পথে। তখন নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। সম্প্রতি আবারো প্রশ্নের মুখে পড়েছেন বীর দাস। তবে এবার নগ্নতা প্রসঙ্গে নয়, একটি বিজ্ঞাপনের ভিডিও নিয়ে।
বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ যেমন করে ‘আমসূত্র’-এর বিজ্ঞাপনে আম খান, সে ভাবেই তাকে নকল করছেন বীর দাস। তার পরনে লাল রঙের শাড়ি। এর পরে বীর দাসকে দেখা যাবে বাথটবে, যে ভাবে ‘লাক্স’-এর বিজ্ঞাপনে শরীর মেলে ধরেন নায়িকারা। বাইকের উপরে লাস্যময়ী ভঙ্গিতে নিতম্ব দোলাতে। শেষে সাগরতটে ফুলেল ড্রেস পরে যৌন ইশারা নিয়ে আইসক্রিম খেতে! পরে বীরকে দেখা গেল মেন ডিও-এর অ্যাড দিতে।
সবশেষে ভিডিওটিতে বীর বলেছেন, মহিলারা তো আর পণ্য নন! কাজেই যে সব জিনিস ছেলেদের, সেই সব বিজ্ঞাপন ছেলেদের দিয়েই হোক না! এভাবে মেয়েদের তো ব্যবহার না করলেও হয়! বরং, তাদের একটু সম্মান দিলে ক্ষতি বই লাভ নেই!
কিন্তু সত্যিই কী এমন বার্তা দিচ্ছেন বীর! এই বিজ্ঞাপনে বীর নিজে কি আদৌ মহিলাদের সম্মান করে উঠতে পারলেন? বরং নাক বেড় দিয়ে কানটা ধরলেন বীর। প্রচারের জন্য নারীদেরই ব্যবহার করলেন তিনি। মহিলা সেজে, তাদের নকল করাটা তো নিতান্তই বিজ্ঞাপনী প্রচার।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com