এমন কী বলেছেন ভাইজান? গভীর প্রেমের ইতি টানছেন ক্যাট

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬

এমন কী বলেছেন ভাইজান? গভীর প্রেমের ইতি টানছেন ক্যাট

Ranbir-internal

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : বলিউডের বাঙ্গাগড়ার জুটি রণবীর-ক্যাটের প্রেমে ভাঙন লেগেছে। এমন খবর ছড়িয়ে পরেছে গোটা বলিউডজুড়ে। অবশ্য বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি রণবীর-ক্যাট কেউই।

তবে এ বিষয়ে নিশ্চিত বলিউডের একাংশ। শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত নিতে ক্যাটকে উস্কে দিচ্ছেন বলিউডের ‘বজরাঙ্গি ভাইজান’ ও ক্যাটের সাবেক প্রেমিক সালমান খান। বলিউডের প্রভাবশালী একটি গণমাধ্যমে বলা হয়েছে, রণবীরের সঙ্গে মতের অমিল হওয়া নিয়ে দীর্ঘ দুই ঘণ্টা প্রাক্তন প্রেমিক সল্লুর সঙ্গে আলোচনা করেছেন ক্যাটরিনা। ওইদিনই অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ বন্ধ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। এতে তার সহশিল্পী রণবীর।

সালমানের সঙ্গে প্রেমের ইতি টানলেও তাকে বরাবরই ভালো বন্ধু বলে আসছেন ক্যাটরিনা। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নেন বলিউডের এই সুন্দরী। তিনিই নাটের গুরুর ভূমিকা রেখেছেন এই ভাঙনে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com