সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : মাসব্যাপী সিয়াম সাধনার পর আসছে ঈদুল ফিতরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ও আইনশৃংখলা পরিস্থিতি রক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের ৩ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন এমপি মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী।
মঙ্গলবার দিনগত গভীর রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাভূক্ত দক্ষিণ সুরমা ও মোগলাবাজার এবং সিলেট জেলা পুলিশে আওতাধীন ফেঞ্চুগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
এ সময় ঐ থানাগুলোর পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের ছুটির প্রাক্কালে আইনশৃংখলা পরিস্থিতি রক্ষায় সংশ্লিষ্ট থানাগুলোর প্রস্তুতি সম্পর্কে অবহিত হন।
তিনি তার নির্বাচনী এলাকায় যে কোন ধরনের অপরাধ মোকাবেলায় সার্বক্ষণিক সচেতন থাকার জন্য পুলিশ সদস্যদের তাগিদ দেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন- রাজধানীর গুলশানে নজিরবিহীন সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জনমনে সৃষ্ট যে কোন আতঙ্ক দূর করতে পুলিশ সদস্যরাই মূখ্য ভূমিকা পালন করবেন। জনগণকে সাথে যে কোন ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। ফলে, জনগণ দ্বিধাহীন চিত্তে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে পারছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টায় প্রথমে মোগলাবাজার থানা, ১২টায় দক্ষিণ সুরমা থানা ও রাত দেড় টায় ও রাত ১টায় ফেঞ্চুগঞ্জ থানা পরিদর্শন করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি