এমসি কলেজ ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা আসামী ১৭

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬

এমসি কলেজ ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা আসামী ১৭

download (1)
সুরমা মেইর নিউজ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর টিলাগড় এসি কলেজে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (০৮মার্চ) দুপুরে ছাত্রলীগ নেতা রুবেল আহমদ বাদী হয়ে শাহপরান (রহ) থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী। সোমবার (০৭ মার্চ) এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সোমবার সংঘর্ষের সময় আটককৃত দুই ছাত্রলীগ ক্যাডারকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, গতকাল সোমবার (০৭ মার্চ) দুপুরে এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য নিয়ে নগরীর টিলাগড় এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও এমসি কলেজ ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০/১২ জন কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে শাহীন নামের এক ছাত্রলীগ কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com