এমসি ক্যাম্পাসে মর্মান্তিক ঘটনা: খাদিজা ঢাকায় লাইফ সাপোর্টে, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

এমসি ক্যাম্পাসে মর্মান্তিক ঘটনা: খাদিজা ঢাকায় লাইফ সাপোর্টে, অবস্থা আশঙ্কাজনক

Manual4 Ad Code

okসুরমা মেইল নিউজ :: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে শাবি ছাত্র বদরুল আলমের কোপে গুরুত্বর আহত খাদিজা আক্তার নারগিসকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বদরুল শাবি  ছাত্রলীগের সহ-সম্পাদক।

অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে খাদিজাকে স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত হওয়ার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন ছাত্রী খাদিজা।

Manual3 Ad Code

খাদিজার চাচা আবদুল কুদ্দুস জানান, তাঁর মাথায় পাঁচ-ছয়টি কোপ দেওয়া হয়েছে। চিকিৎসকরা কোনো আশ্বাস দিতে পারেননি। তাঁরা বলেছেন, পরিস্থিতি ভালো নয়। কোপে গুরুতর জখম হয়েছে। স্কয়ার হাসপাতালে ভর্তির পর পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

Manual6 Ad Code

গতকাল সোমবার বিকেলে  সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। পরীক্ষা দিতে এসে এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে মর্মান্তিক এ ঘটনার শিকার হন ছাত্রী খাদিজা।

এঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী শাবি ছাত্র বদরুল আলমকে দাওয়া করে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলও ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code