সিলেট ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৩
খেলাধুলা ডেস্ক :
সালভাদরান লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মনুমেন্টাল স্টেডিয়ামে আলিয়াঞ্জা ও এফএএস-এর মধ্যকার খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল নিয়ন্ত্রণের বাইরে। একটি প্রবেশ পথ দিয়ে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়ে মৃত্যুপুরীতে পরিণত হলো এল সালভাদর স্টেডিয়াম। অন্তত ১০ জন ফুটবল ভক্তের প্রাণহানি হয়েছে এবং শতাধিক আহত।
ন্যাশনাল সিভিল পুলিশ টুইটারের মাধ্যমে প্রাথমিক রিপোর্টে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহতদের দুইজনের অবস্থা সংকটাপন্ন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ফার্স্ট এইড গ্রুপ রেসকিউ কমান্ডোসের মুখপাত্র কার্লোস ফুয়েন্তেসও একই সংখ্যক মৃত্যুর কথা নিশ্চিত করেছে, ‘আমরা ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করছি, আট জন পুরুষ ও দুই জন নারী। শতাধিক আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
স্থানীয় টেলিভিশনের লাইভ ইমেজে দেখা যায়, পদদলনের ঘটনার পর শতাধিক মানুষ মাঠে ঢুকে গেছেন, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চলছিল।
এল সালভাদর ফুটবলের প্রথম বিভাগের প্রেসিডেন্ট পেদ্রো হার্নান্দেজ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী স্টেডিয়ামের একটি গেট দিয়ে ঢোকার সময় ধাক্কাধাক্কি করতে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি