এশিয়া কাপ থেকে টাইগারদের বিদায়

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: পাকিস্তানের মতো দলকে টপকে শেষ চারে উঠেও অভশেষে অনূর্ধ্ব-১৯ এশিয়া সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের যুবাদের।

বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে স্বাগতিকদের কাছে বৃষ্টি আইনে ২৬ রানে হেরে গেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯৪ রান করে। জবাবে শ্রীলঙ্কা ২৭.১ ওভারে ১০৬ রান তুলতেই বৃষ্টি হানা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খেলা আর মাঠে না গড়ানোয় আম্পায়াররা ডার্কওয়ার্থ ও লুইস পদ্ধতিতে স্বাগতিকদের বিজয়ী ঘোষণা করে।

ম্যাচে এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ সজীব ভালোভাবেই মোকাবিলা করছিলেন লঙ্কান বোলারদের। দলীয় ৪২ রানে অধিনায়ক সাইফের উইকেট হারিয়ে বসলে শুরুতেই একটি ধাক্কা আসে বাংলাদেশের ব্যাটিংয়ে।

অবশ্য পরে এই ধক্কা সামলে ওঠে বাংলাদেশ মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায়। বিপিএলে চমক দেখানো অলরাউন্ডার আফিফ হোসেন ও রায়ান রাফসানের ব্যাট হাতের সাফল্যে দলকে সম্মানজনক ইনিংস গড়ার পথ দেখায়। আফিফ ৩৬ ও রায়ান ৩৮ রান করে সাজঘরে ফিরে যান।

অবশ্য নিচের সারির ব্যাটসম্যানরা খুব একটা দৃঢ়তা দেখাতে না পারায় দুই শতকের কোটা পেরুতে পারেননি সাইফ-আফিফরা। ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান করেন তারা। স্বাগতিক বোলার প্রভীন ২৫ রানে চারটি ও হ্যারেন ২৯ রানে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com