এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

images

সুরমা মেইল নিউজ : মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশ করা হবে আগামীকাল বুধবার (১১ মে)। প্রতিবারের মত এবারও সকল বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর নিকট ফলাফলের বিষয়বস্তু জমা দেবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসা মিলে মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

এদিকে গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬  জনসহ মোট পৌনে ২ লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। এছাড়া দেশের বাহিরে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। সে সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।

উল্লেখ্য, এ বছর পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com