এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৫

এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবা উদ্ধার

nara

সুরমা মেইল : নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে এসএ পরিবহনের অফিস থেকে তিন হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় ওই ইয়াবার প্যাকেট উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে পার্সেলে আসা একটি প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
এসএ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে আজিজ নামের এক ব্যক্তি নারায়ণগঞ্জের মাহতাব উদ্দিন নামের ব্যক্তির কাছে ওই পার্সেলের প্যাকেটটি পাঠিয়েছে।
প্রেরিত ও প্রাপকের মোবাইল নম্বর ঠিকানা শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান, থানার এসআই সফিক।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com