এ মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয় : ইনু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

এ মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয় : ইনু

সুরমা মেইল নিউজ :: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত করা।

শনিবার সকালে কুষ্টিয়ার পোড়াদহে ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এই সময় তিনি বলেন, যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছেন, তারা জঙ্গি দমনকে ধামাচাপা দিতে চাচ্ছেন।

ইনু বলেন, হত্যাকারী যেমন অপরাধী হত্যার পরিকল্পনাকারী, মদদদাতাও একই অপরাধে অপরাধী। খালেদা জিয়া জঙ্গিদের সমর্থন করেন, আগুন যুদ্ধ করেন। সুতরাং মাঠে জঙ্গিদের যদি দমন করি তাহলে জঙ্গির সঙ্গী খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জনের সিদ্ধান্ত নিতে হবে।

এ সময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com