সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৫
আজ বেলা ১২টা ৩০মিনিটে বাবা এবং মাকে হত্যা করার জন্য ঐশীকে ডাবল ফাঁসির রায় দেয়া হয়। আদালত রায়ে বলেছেন, ঐশী দুটি প্রাণ কেড়ে নিয়েছে এবং এ জন্য তাকে “ডাবল” মৃত্যুদন্ড দেয়া হলো।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে ঐশীকে আদালতে নেয়া হয়।রায়ে ঐশীর বন্ধু জনিকে খালাস দেয়া হয়েছে।তবে তার অপর বন্ধু রনিকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।জনি জামিনে মুক্ত থাকলেও রনি কারাগারে রয়েছে।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে প্রথমে আদালতের হাজতখানায় ঢোকানো হয় এবং পরে তাকে বেলা ১২টার দিকে এজলাস কক্ষে নেয়া হয়। বেশ কয়েকজন মহিলা পুলিশ তাকে ঘিরে রাখে এজলাস কক্ষে।সেখানে প্রথমে একটি বেঞ্চের ওপর ঐশীকে বসতে দেয়া হয়। এজলাস কক্ষে ঢোকার সময়ই তাকে বেশ আনমনা এবং চিন্তাযুক্ত দেখা যায়। কারো সঙ্গে কোনো কথাও বলছিল না, পুলিশ সদস্যরা তাকে প্রশ্ন করলে অল্পতেই তার জবাবা দেয়।বিচারক এজলাসে ঢোকার পর তাকে কাঠগড়ায় দাড়াতে হয়।
এর আগে আজ সকালে যখন তাকে আদালতে নেয়া হয় তখনই তার চোখে মুখে ছিল উদ্বেগ আর আতঙ্কের ছাপ।আজ সকালে ঐশীর কোনো স্বজনকে দেখা যায়নি আদালত প্রাঙ্গনে।
রায় উপলক্ষে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি