ঐশ্বরিয়ার কথাতেই আবেগাপ্লুত ভাইজান

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৫

ঐশ্বরিয়ার কথাতেই আবেগাপ্লুত ভাইজান

3929964.cms

সুরমা মেইলঃ সালমন খানের সাবেক প্রেমিকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এখন তার আসন্ন ছবি ‘জজবা’র প্রচারণায় দারুণ ব্যস্ত। আবার সালমনও শুরু করতে চলেছেন সেলিব্রিটি রিয়ালিটি শো ‘বিগ বস’। এ শোতে নিজেদের ছবির প্রচারে হামেশাই আসেন তারকারা। সেই সূত্রেই ‘সল্লু মিঞা’র’ কাছে জানতে চাওয়া হয়েছিল, তার শোতে ছবির প্রচারে ঐশ্বরিয়াও কি আসবেন? এ প্রশ্ন শুনে প্রথমে মুচকি হাসেন নায়ক। তারপর বলেন, ‘কি ইমোশনাল প্রশ্ন জানতে চাইছেন!’

আগামী ১১ অক্টোবর কালার্স টিভিতে শুরু হচ্ছে ‘বিগ বসের’ নবম আসর। আর এর দু’দিন আগে ৯ অক্টোবর মুক্তি পাবে ঐশ্বরিয়ার ছবি ‘জজবা’।

ঐশ্বরিয়া প্রসঙ্গে প্রকারান্তরে তার ওপর ‘ইমোশনাল অত্যাচারের’ তত্ত্ব স্বীকার করে নিলেন খোদ ‘ভাইজান’ই। এমনকি সংবাদ সম্মেলনের শেষে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে যান তিনি।

অনেকে আবার কান পেতে শুনেছেন সেই গানের দু’কলি। বলিউডি গুঞ্জন, সে গান ছিল ‘আতে যাতে যো মিলতা হ্যায় তুমসা লাগতা নেহি’। অ্যাশের কথা ভেবেই কি এ গান গাইছিলেন সালমন? যতই হোক পুরনো প্রেম বলে কথা!

২০০০ সালে সম্পর্ক ভেঙে গেছে সালমন-ঐশ্বরিয়ার। তারপর ১৫ বছরে বদলেছে অনেক কিছুই। অভিষেক বচ্চনকে বিয়ের পর আরাধ্যার মা হয়ে বচ্চন-বধূ এখন অনেকটাই পরিণত। মাঝখানে ক্যারিয়ারে বিরতি নিয়েছিলেন নায়িকা। ‘জজবা’র মাধ্যমে পাঁচ বছর পর বড়পর্দায় ফিরছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

 

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com