সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬
আন্তর্জাকিত ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ২০১৭ সালের শুরুতেই। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি হবেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা। কিন্তু ওবামা হোয়াইট হাউজ ছেড়ে যাবেন কোথায়? কোথায় উঠবেন পরিবার নিয়ে? এসব প্রশ্ন এখনই ডালপালা ছড়াতে শুরু করেছে। বৃহস্পতিবার তিনি অবশ্য নিজেই এটি জানিয়ে দিয়েছেন যে হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়ছেন না তিনি। আর এটি করতে হচ্ছে তাকে মেয়ে সাশার স্কুলের কারণে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন “মাঝপথে স্কুল পরিবর্তন করা খুবই কঠিন”। যদিও হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর বিদায়ী প্রেসিডেন্টের রাজধানীতেই অবস্থান করা খুবই বিরল একটি ঘটনা। ১৯১৩ ও ১৯২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা উইড্রো উইলসন ছিলেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর রাজধানীতেই অবস্থান করা সর্বশেষ প্রেসিডেন্ট। বারাক ওবামার অবশ্য শিকাগোতেও সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। শিকাগোতেই তার বাডি এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার পরিবার রয়েছে। ওবামা শিকাগোতেই তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা করছেন।
Design and developed by ওয়েব হোম বিডি