ওরে ভাই এরকম পিক আমার হাজার জনের সাথে আছে: পরীমনি

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬

ওরে ভাই এরকম পিক আমার হাজার জনের সাথে আছে: পরীমনি

Pori_Moni

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রকাশ হওয়া একটি ছবি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আলোচিত নায়িকা পরীমনি। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন। ওরে ভাই এরকম পিক আমার হাজার জনের সাথে আছে। তারমানে এই নয় যে সে হাজার জন আমার জামাই লাগে। আর কী এমন পিক খানা পাইছেন যা নিয়ে এমন লাফালাফি শুরু করে দিছেন? ছবিটায় কী আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি? না আমি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি কোনটা?

এইরকম পিক তো আপনারা যারা আজ এই নিউজ করেছেন আপনাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলনায় অনেক বেশি কাছাকাছি। তাহলে আপনারা সবগুলা আমার জামাই। যে বা যারা আমার ক্ষতি করবেন বলে এসব করছেন তাদেরকে বলছি, আমার ক্ষতি না করে বরং আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com