ওসমানীতে অ্যাম্বুলেন্স অবরোধ: লাশ নিয়ে বিপাকে স্বজনরা

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

ওসমানীতে অ্যাম্বুলেন্স অবরোধ: লাশ নিয়ে বিপাকে স্বজনরা

ওসমানী-মেডিকেল
সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানী হাপাতালে এ্যাম্বুলেন্স পার্কিং বাতিলের প্রতিবাদে অবরোধের ডাক দিয়েছে অ্যাম্বুলেন্স চালকরা। শনিবার সকাল ৬টা থেকে এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল কলেজ শাখা ধর্মঘটের ডাক দেয়। এতে লাশ নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল শাখার সভাপতি আকমল হোসেন লুকু জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেলের ভিতর থেকে এ্যাম্বুলেন্স পার্কিং বাতিল করে। এতে লাশ বহনকারী কোন এ্যাম্বুলেন্স মেডিকেলের ভিতর পার্কিং করতে পারছেনা। পার্কিং বাতিলের প্রতিবাদে এ্যাম্বুলেন্স শ্রমিকরা সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন করছে। মেডিক্যাল কলেজে এ্যাম্বুলেন্স পার্কিং করে না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com