ওসমানীনগরে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

ওসমানীনগরে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

s (1)সুরমা মেইল নিউজ : সিলেটের ওসমানীনগরে রিনা রাণী দেব নামের এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত নয়টার দিকে উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এই গৃহবধু বাদী হয়ে আয়না মিয়া (৪০) কে আসামী করে সোমবার দুপুরে ওসমানীনগর থানায় একটি (মামলা-নং-০১) দায়ের করেন। আয়না মিয়া একই ইউপির জিয়াফক গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে।

পুলিশ ও গৃহবধুর পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত নয়টার দিকে আয়না মিয়া কাজের লোক খোঁজার জন্য খাশিপাড়া গ্রামের অরুণ দেবের বাড়ীতে যায়। আয়না অরুণ দেবকে ডাকাডাকি করলে অরুণ বাড়ীতে নেই বলে জানিয়ে তার স্ত্রী বিনা দেব ঘরের দরজা খুলে বের হন। বিনার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে আয়না বিনা দেবকে ধর্ষণের চেষ্টা করেন। এর অভিযোগে বিনা দেব বাদী হয়ে ওসমানীনগর থানায় আয়নার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামী পলাতক রয়েছে। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com