ওসমানীনগরে প্রাইভেটকার থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

ওসমানীনগরে প্রাইভেটকার থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ নুরুল আফসার (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

 

আটককৃত নুরুল আফসার (৪৮) ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

 

র‌্যাব জানায়, সোমবার (১৮ নভেম্বর) রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

 

আটক হওয়া নুরুল আফসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com