ওসমানীনগরে সহপাঠির ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থী খুন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬

ওসমানীনগরে সহপাঠির ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থী খুন

images
সুরমা মেইল নিউজ : সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোদের জের ধরে বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজর ছাত্রের হাতে ছাত্র খুন হয়েছে, শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। খুন হওয়া কয়েছ মিয়া ওই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে। কয়েছ ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অন্যদিকে ঘাতক মতি মিয়া কয়েছের সহপাঠি এবং একই গ্রামের দুধু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, ব্যবহারিক ক্লাসে অংশ নিতে শনিবার বিদ্যালয়ে যায় কয়েছ। ক্লাস শেষে বিকাল ৩টার দিকে পূর্ব বিরোধের জের ধরে কয়েছকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মতি। আশঙ্কাজনক অবস্থায় কয়েছকে স্থানীয় এক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com