সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানীনগরে সড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে রাকিবুদ দৌলা (৩৫) ও আকবর আলী (৬০) নামে দুই ব্যাক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাঁত জন। বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন- মাদারীপুর জেলার কাশিমপুরের তারা মিয়া (২৮), কিশোরগঞ্জ জেলার পশ্চিম জগৎচরের আছাদুজ্জামান, ওসমানীনগরের শেরপুরের হাজী হুসাইন আহমদ (৫৫), আছদ্দর আলী (৩৫) বাকিদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী পিকআপ ভ্যানটি (ঢাকা-য়-২৫৩) একই দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ-২১৫৩) ও আরেকটি ঠেলা ভ্যানকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ ব্রাহ্মণ গ্রাম নামক স্থানে পিছন দিক থেকে ধাক্ষা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি ও সিএনজি অটোরিকাশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে দ’জনের মৃত্যু হয়। আহত হয় আরো অন্তত ৭ জন।
খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি এবং ঠেলা ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি