ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক ২

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক ২

স্বর্ণসহ আটক সাঈদ আহমদ ও আফতাব উদ্দিন। 


নিজস্ব প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিজি-২৫২ ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে অবতরণ করলে দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়।

 

আটক দুজন হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সাঈদ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন (৩৬)।

 

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমানের ফ্লাইটের দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও চারটি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়।

 

বিমানবন্দর সূত্র জানিয়েছে- উদ্ধারকৃত ১২০টি স্বর্ণের বারের প্রতিটির ওজন ১১৭ গ্রাম করে। এছাড়াও চারটি গোল আকৃতির স্বর্ণের বল পাওয়া গেছে, যার ওজন সাড়ে তিন কেজি। মোট উদ্ধার স্বর্ণের পরিমাণ প্রায় ১৭ কেজি ৫০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com