ওসমানী মেডিকেলের পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫

ওসমানী মেডিকেলের পরিস্থিতি স্বাভাবিক
Osmani
সুরমা মেইলঃ সিলেটের ওসমানী মেডিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের হামলার প্রতিবাদে সাময়িক অঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। চিকিৎসককে লাঞ্ছনাকারী এক ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করার পর কাজে মনোনিবেশ করেন তারা।

বুধবার রাত ১০ টার দিকে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যার দিকে নগরীর রাজার গলির পায়রা ৭৫ বাসার আব্দুর রশীদ (৭০) নামের এক বৃদ্ধ হাসপাতালে মারা যান। এ ঘটনায় তার ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম (২৬) কর্তব্যরত চিকিৎসককে মারধর করে। পরে অন্যান্য চিকিৎসকরা জহুরুলকে আটক করে হাসপাতালের দরজায় তালা মেরে দেন। ফলে এক প্রকার অঘোষিত ধর্মঘট শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে জহুরুলকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালের দরজায় লাগানো তালা খুলে ফেলা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com