ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের উপর ‘হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৬

ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের উপর ‘হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Manual8 Ad Code

mmmmm
সুরমা মেইল নিউজ : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের ‘হামলা’র প্রতিবাদে তাদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা নগরীর মধুশহীদ এলাকায় পর্যন্ত এসে পুনরায় ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়। আজকের মধ্যে দোষী ব্যবসায়ীকে গ্রেফতার না করলে আগামীকাল থেকে ক্লাস বর্জনের হুমকি দেয়েছিন তারা। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইফুল হাই, শরিফুল ইসলাম খান, ইসমাঈল ভূইয়া রাহাত, রাহুল দেব রায়, তামজিদুল ইসলাম, ছারওয়ার হোসেন টুটুল প্রমুখ। উল্লেখ্য, গতকাল রবিবার সন্ধ্যায় মোবাইলে লোড দেয়াকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code