সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানী হাপাতালের এ্যাম্বুলেন্স পার্কিং বাতিলের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত অবরোধ চলছে। রবিবার এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল শাখার অবরোধের কারণে মেডিকেল থেকে কোনো এ্যাম্বুলেন্স লাশ বহন করেনি এতে লাশ নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। সিলেট ওসমানী হাপাতালের এ্যাম্বুলেন্স পার্কিং বাতিলের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেয়। এ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন মেডিকেল শাখার সভাপতি আকমল হোসেন লুকু জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেলের ভিতর থেকে এ্যাম্বুলেন্স পার্কিং বাতিল করে। এতে লাশ বহনকারী কোন এ্যাম্বুলেন্স মেডিকেলের ভিতর পার্কিং করতে পারছেনা। পার্কিং বাতিলের প্রতিবাদে শনিবার সকাল থেকে এ্যাম্বুলেন্স শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করছে। তিনি বলেন, মেডিক্যাল কলেজে এ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হবে। অন্যতায় অবরোধ চলবে। হাসপাতালে গিয়ে দেখা যায়, টলিতে লাশ নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। লাশ বাড়ি নেওয়ার জন্য কোনো এ্যাম্বুলেন্স পাচ্ছেন না।
Design and developed by ওয়েব হোম বিডি