ওসমানী হাসপাতালের ডা. শিশির রঞ্জনকে বদলি নতুন অধ্যক্ষ ডা. জিয়াউর

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

ওসমানী হাসপাতালের ডা. শিশির রঞ্জনকে বদলি নতুন অধ্যক্ষ ডা. জিয়াউর

নিজস্ব প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) ওই মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনাল-১ শাখার উপ সচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

 

একই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) ও সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো।

 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নতুন পদায়নকৃত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর কাছ দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

 

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। এরআগে তিনি এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com