ওসমানী হাসপাতালে সেবার মান উন্নত করতে হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫

ওসমানী হাসপাতালে সেবার মান উন্নত করতে হবে : অর্থমন্ত্রী

P1_pagoler-khoppore-porar

 

সুরমা মেইল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১টায় হাসপাতালের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সভাপতির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘ওসমানী হাসপাতালের উল্লেখযোগ্য ছয়টি দাবিসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি কথা বলবো। চিকিৎসকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মান উন্নত করতে হবে। তা হলে রোগীরা উপকৃত হবেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস ছবুর মিঞা।

বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক  মো. জয়নাল আবেদীন, মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুছ ছালাম, অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান চৌধুরী, অধ্যাপক ডা. নাহিদ, ডা. নাসিম আহমদ, অধ্যাপক ডা. নুরুল আলম, অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. গৌর মনি সিন্হা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com