ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন জানুয়ারিতে, ব্যয়ে হচ্ছে ১৩২ কোটি টাকা

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫

ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন জানুয়ারিতে, ব্যয়ে হচ্ছে ১৩২ কোটি টাকা

sylhet

 

সুরমা মেইলঃ ২০১৬ সালের জানুয়ারীতে উদ্বোধন করা হচ্ছে সিলেট সিটি করপোরেশনের ১৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (পানি শোধনাগার প্রকল্প)। সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীতে দৈনিক পানির চাহিদার পরিমাণ প্রায় ৮ কোটি লিটার। ৩০টি উৎপাদক নলকূপের মাধ্যমে দৈনিক মাত্র ২ কোটি ৫০ লাখ লিটার পানি নগরবাসীর জন্য সরবরাহ হচ্ছে। যা চাহিদার মাত্র শতকরা ৩০ ভাগ।

অসহনীয় এ সমস্যা সমাধানে ১০ টি উৎপাদক নলকূপ স্থাপন করা হচ্ছে। পাশাপাশি সিলেট-বরিশাল প্রকল্পের আওতায় পানি শোধনাগার প্রকল্পের কাজ সম্পন্ন এখন উদ্বোধনের অপেক্ষায়।

 

পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে প্রতিদিন ২ কোটি ৮০ লাখ লিটার পানি নগরীজুড়ে সরবরাহ করা যাবে।যা সিলেট মহানগরীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট সমাধানে অনন্য ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com