সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম।
মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
মুশফিকের পারিবারিক সূত্রে জানা গেছে, অবসর নেওয়ার খবরটা পরিবারের লোকজনও খুব বেশি জানতেন না। নিজের বাবাকেই জানিয়েছেন ফোনে মেসেজ দিয়ে, সেটিও রাত ১১টায় অবসর ঘোষণার ১৫-২০ মিনিট আগে। ৩৭ বছর বয়সী মুশফিক ওয়ানডে খেলেছেন ২৭৪টি, রান করেছেন ৭৭৯৫। সেঞ্চুরি ৯টি, হাফ সেঞ্চুরি ৪৯টি। ২০২২ এশিয়া কাপের পর যেভাবে হুট করে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক টি-টি-টোয়েন্টি থেকে, এবার ওয়ানডে থেকেও সেভাবে বিদায় জানালেন।
টি-টোয়েন্টির মতো মুশফিকের ওয়ানডে ফর্ম নিয়ে এবারও তুমুল সমালোচনা হচ্ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ২ ম্যাচে মুশফিক ০ ও ২ রানে আউট হয়েছেন। যতই সমালোচনা হোক, বিসিবির ২০২৫ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে অভিজ্ঞ ক্রিকেটারকে রাখা হয়েছিল।
বিসিবির পরিচালক আকরাম খানকে কালও উত্তর দিতে হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকের অবসর নিয়ে। তৃতীয় বিভাগ বাছাইয়ের সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যারা সিনিয়র খেলোয়াড়, তাদের সম্মান করা উচিত। একমাত্র খেলোয়াড়ই বলতে পারে কখন…ফিটনেস, চাপ কীভাবে নিচ্ছে—একমাত্র খেলোয়াড়ই বুঝতে পারে। তার ওপর নির্ভর করে। ওর ভবিষ্যৎ, ওর সিদ্ধান্ত। বেশি সমস্যা হলে টিম ম্যানেজমেন্ট আছে, তাদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। বাইরে এটা নিয়ে আলোচনা সম্মানজনক হয় না।’
দুদিন আগে এ নিয়ে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন জানিয়েছিলেন, দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গেই তাঁরা কথা বলবেন- তাঁদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ করবেন।
খেলোয়াড় মুশফিক কঠোর পরিশ্রমী হলেও চারিত্রিকভাবে অনেক ‘ইমোশনাল’ বলেই তাঁর কাছের মানুষ জানেন। তীব্র সমালোচনায় বিপর্যস্ত মুশফিকের মনে যে অভিমানের মেঘ জমেছিল, সেটি সরিয়ে দিতে অবসর ঘোষণাই সেরা উপায় মনে হয়েছে তাঁর কাছে।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি