সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: ওয়ানডেতে আবারো নিজের শীর্ষস্থান দখল করেছেন এবি ডি ভিলিয়ার্স। ডেভিড ওয়ার্নারকে হটিয়ে ফের ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ভিলিয়ার্স।
শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করেন ডি ভিলিয়ার্স। লঙ্কানদের সঙ্গে ওয়ানডে সিরিজে ৫৭ গড়ে ১৭১ ও কিউইদের সঙ্গে ৮৭.৩৩ গড়ে ২৬২ রান করেন তিনি। তারই পুরস্কার হাতেনাতে পেলেন প্রোটিয়া ব্যাটসম্যান।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি ঘোষিত সবশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। এর আগে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তিনি নেমে গেছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থান ধরে রেখেছেন ভারতের মাস্টার ব্যাটসম্যান বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে ৪ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এখনো ধরে রেখেছেন তারই সতীর্থ ইমরান তাহির। প্রথমবারের মতো সেরা পাঁচে উঠে এসেছেন ডি ভিলিয়ার্সের টিমমেট তরুণ পেসার কাগিসো রাবাদা। দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সাতে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আর ৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে স্থান করে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।
অলরাউন্ডারদের শীর্ষে টিকে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার পরে যথাক্রমে রয়েছেন নবী ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
Design and developed by ওয়েব হোম বিডি