কওমী শিক্ষার্থীরা দিনদিন এগিয়ে যাচ্ছে : প্রফেসর আকঞ্জি

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

সুরমা মেইল ডটকম :: সিলেট এম.সি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, কওমী শিক্ষার্থীরা যুগের সাথে পাল্লা দিয়ে দিনদিন এগিয়ে যাচ্ছে। তাঁদের অগ্রগতি দেখে আমি প্রবল আশাবাদী।

মঙ্গলবার নগরীর শহীদ সুলেমান হলে কওমী স্টুডেন্ট ফোরাম সিলেট এম.সি কলেজ আয়োজিত আইটি বিষয়ক সেমিনার ‘ডিজিটাল সন্ধ্যায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্য সকল বিষয়ের মতো তথ্য প্রযুক্তিতেও কওমী শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, কওমী মাদরাসার সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। পারিবারিকভাবেই আমি আলেম উলামাদেরকে ভালোবাসি।

অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা তাঁর জীবনের এক পরম পাওয়া বলে উল্লেখ করেন তিনি।

ফোরামের সভাপতি সদরুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি হুসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিয মাওলানা ফখরুযযামান।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা থেকে আগত এমআরএফআইটির প্রশিক্ষক মাওলানা মাহমুদ হাসান কুতুব জাফরী, ফয়সাল বিন আবুল কাসেম ও মাহবুব ভুঁইয়া।

সঙ্গীত পরিবেশন করেন ইসলামী সঙ্গীতশিল্পী আরিফ রব্বানী, ইসহাক আলমগীর, শেখ এনামুল হক। অনষ্ঠানে ফোরামের পরিচিতি দিয়ে বক্তব্য উপস্থাপন করেন ফোরামের অন্যতম সদস্য হাফিয ফরহাদ আহমাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ খান, সহ সভাপতি রবিউল ইসলাম, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবর, সহ সভাপতি ফরীদ উদ্দিন ফেরদাউস, সহ সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, প্রচার সম্পাদক হাবিবুর রাহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল আওয়াল হাসান, অর্থ সম্পাদক ইসমাইল আহমদ, সহ অর্থ সম্পাদক আবু ছাইদ সুমন, সাহিত্য সম্পাদক তারেক হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম.কে.এম নিজাম, নির্বাহী সদস্য মুক্তাদির আলম মুখতার, নির্বাহী সদস্য ইমরান আহমদ, সদস্য আব্দুর রাজ্জাক রাজিক, কাওসার আহমদ, যুবায়ের আহমদ, হাফিয ফয়জুর রহমান, ওয়াহিদুল হক, মুজাহিদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com