কঙ্গনাকে থাপ্পড় মারায় নারী সিআইএসএফ সদস্যকে পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

কঙ্গনাকে থাপ্পড় মারায় নারী সিআইএসএফ সদস্যকে পুরস্কার ঘোষণা

বিনোদন ডেস্ক :
ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী কঙ্গনা রানাউতের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) নারী সদস্য কুলবিন্দর কাউরকে এক লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের ব্যবসায়ী শিবরাজ সিং বেইনস। তিনি এই সাহসী নিরাপত্তারক্ষীর প্রশংসা করে পাঞ্জাবের জনগণ ও সংস্কৃতি রক্ষার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

কঙ্গনা রানাউত সম্প্রতি লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার দুই দিন পর দিল্লি আসার পথে চণ্ডীগড় বিমানবন্দরে কুলবিন্দরের আক্রমণের শিকার হন কঙ্গনা। তিনি জানান, ‘ওই নারী কনস্টেবল তার মুখে আঘাত করেন এবং তাকে নিপীড়ন করতে শুরু করেন।‘ তাকে এর কারণ জিজ্ঞাসা করলে কুলবিন্দর বলেন, ‘তিনি কৃষক আন্দোলন সমর্থন করেন, যা নিয়ে কঙ্গনা বিরুপ মন্তব্য করেছিলো।’

 

এই ঘটনার পর কঙ্গনা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি নিরাপদ আছি। কিন্তু আমি উদ্বিগ্ন পাঞ্জাবে যেভাবে উগ্রপন্থা বাড়ছে,তা আমরা কিভাবে সামলাব?’

 

ঘটনার পর কুলবিন্দরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিআইএসএফ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। কুলবিন্দরের ভাই শের সিং মহীভাল, যিনি নিজেও একজন কৃষক আন্দোলনের সংগঠক, তিনি তার বোনের পক্ষে দাঁড়িয়ে বলেন, ‘কঙ্গনা বলেছিলেন যে কৃষক বিক্ষোভের সময় নারীরা সেখানে গেছেন ১০০ রুপির জন্য। এই তর্কাতর্কির মধ্যে আমার বোনের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। সেটা থেকেই ঘটনাটি ঘটেছে।’

 

শের সিং মহীভাল পাঞ্জাবের কাপুরথালা শহরের কিষান মজদুর সংহর্ষ কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

শের সিং মহীভাল আরও বলেন, ‘সেনা ও কৃষক উভয়ই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন তাদের দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় আমরা তাঁকে সর্বাত্মক সমর্থন করছি।’

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com