কঙ্গনার সঙ্গে অভিনয় করতে নারাজ হৃতিক

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

কঙ্গনার সঙ্গে অভিনয় করতে নারাজ হৃতিক

Hritik

বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিক রোশন বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কম বেশি সকলেরই জানা। শোনা যায়, হৃতিক যখন কমিটমেন্ট দিতে অস্বীকার করেন, তখন কঙ্গনা এই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। এখন শোনা যাচ্ছে আশিকি ৩-এর নির্মাতারা মুখ্য চরিত্রে কঙ্গনাকে চাইছেন হৃতিকের বিপরীতে। কিন্তু ডুগ্গু নাকি কঙ্গনার সঙ্গে অভিনয় করতে চান না বলে ছবি থেকে কঙ্গনাকে সরানোর প্রস্তাব দিয়েছেন নির্মাতাদের কাছে।

এই বিষয়ে নিয়ে স্পটবয় ডট কমে প্রকাশিত একটি খবরে প্রকাশিত হয়েছে, “টি-সিরিজ এর শীর্ষ আধিকারিক কঙ্গনাকে নেওয়ার জন্য উৎসুক। কিন্তু হৃতিক তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কঙ্গনার সঙ্গে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ বোধ করেন না, তাই অন্য অভিনেত্রী খোঁজা ছাড়া তাদের আর কোনও উপায় নেই। অন্য একটি সূত্রের খবর অনুযায়ী, হৃতিকের সঙ্গে দূরত্ব ঘোচাতে চাইছেন কঙ্গনা। কিন্তু হৃতিক তাতে খুব একটা পাত্তা দিচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com