কঙ্গনা-হৃতিকের এ কেমন বিরোধিতা

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

কঙ্গনা-হৃতিকের এ কেমন বিরোধিতা

images (1)

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই বলিউডে কঙ্গনা-হৃতিকের সম্পর্কের জলঘোলা হচ্ছিল। সাম্প্রতিক অতীতে পরোক্ষ বাদানুবাদেও জড়িয়ে পড়েছেন এই দু’জন। এ বার তাঁদের অতীত নিয়ে এই ঝামেলা রীতিমতো আদালতে গড়াল। বলিউড তারকা হৃতিক রোশন এবং কঙ্গনা রানাওয়াত একে অপরের বিরুদ্ধে মিথ্যাচার এবং ভাবমূর্তি নষ্টের অভিযোগে পাল্টাপাল্টি আইনি নোটিস পাঠিয়েছে। মুম্বাইয়ের একটি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

জানা যায়, হৃতিক খুব সম্প্রতি হৃতিক কঙ্গনাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিশে হৃতিকের অভিযোগ, কঙ্গনা তাঁর ভাবমূর্তি নষ্ট করতে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছেন।

নোটিস পেয়ে চুপ করে থাকেননি কঙ্গনাও। তিনিও পাল্টা আইনি নোটিস পাঠিয়ে তাঁকে ভয় দেখানো এবং অপদস্থ করার অভিযোগ এনেছেন হৃতিকের বিরুদ্ধে। ওই রিপোর্ট অনুযায়ী, কঙ্গনা তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি মারফত্ একটি একুশ পাতার লম্বা চওড়া আইনি নোটিস পাঠিয়েছেন হৃতিক রোশনকে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com