সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ভয়ঙ্কর সেই অফ কটার দিয়েই এশিয়া কাপে ফিরতে চান তুখোড় ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান।এশিয়া কাপ উপলক্ষে মিরপুরে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে সেই ঘোষণাই দিয়ে রাখলেন সাতক্ষীরা এক্সপ্রেস।
বাংলাদেশে তো বটেই, ক্রিকেট দুনিয়াতে তার পরিচিতি কাটার বয় হিসেবে। কেউ আবার কাটার মাস্টারও বলে থাকেন তাকে। জানুয়ারিতে খুলানায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে কাঁধের ইনজুরিতে পড়ার পর কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। খুলনার প্রস্তুতি ক্যাম্পে বল ছুড়তেই পারেননি তিনি। এরপর চট্রগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ক্যাম্পে বোলিং করলেও সব বিভাগে আগের মতো করতে পারেননি। বিশেষ করে স্লোয়ার করতে তার বড় সমস্যা হচ্ছিলো।
তবে মুস্তাফিজ আজ জানালেন, এশিয়া কাপে আগের মতোই বোলিং করতে পারবেন তিনি। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য সেই মারণাস্ত্র কাটার ছোড়ার ব্যাপারে পুরোপুরি আস্তবিশ্বাসী।মুস্তাফিজ বলেন,‘এখন অনেকটাই ভাল বোধ করছি। নিয়মিত অনুশীলন করছি। আশা করছি এশিয়া কাপে আমার ওই স্পেশাল অফ কাটার করতে পারবো।’
মুস্তাফিজ আত্মবিশ্বাসী হলেও দিন কয়েক আগে জাতীয় দলের ম্যানেজার খালেন মাহমুদ সুজন এশিয়া কাপে আগের মতো স্লোয়ার করার ব্যাপারে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন।
জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।খেলতে পারেননি সিরিজের বাকি দুই ম্যাচ। খেলতে পারেননি পাকিস্তান সুপার লিগ।তবে এশিয়া কাপের চূড়ান্ত দলে রাখা হয়েছে তাকে।
Design and developed by ওয়েব হোম বিডি