সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
সুনির্মল সেন :
“মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি
এ আমার অযাথ স্বপ্ন–কল্পনা।
হাঁসতে পার পৃথিবীর সবাই তোমরা
এ আমার বেঁচে থাকার বাসনা।”
“সুন্দর ভুবন-মানুষের জীবন
ক্ষণিকের ভালবাসা আনন্দের ক্ষণ।
সুন্দর মন–অপুরন্ত আশা
চোঁখ মুঝেতে সব দোরাশা।”
“জীবনের পাণে- চলি যতনে
কেউ কারো নয় বুঝি মনে।
তারপরেও খোঁজে ফিরি মানুষ
সর্বত্র দেখি শুধুই অমানুষ।”
লেখক : কবি ও সাংবাদিক।
Design and developed by ওয়েব হোম বিডি