কনকর্ডের ১৮ তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

কনকর্ডের ১৮ তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

সুরমা মেইল ডেস্ক :: আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮ তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

রায় প্রদানকারী বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর বুধবার ১০৭ পৃষ্টার এ রায় প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ রায়ে ৩০ দিনের মধ্যে ১৮ তলা ভবন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি পরিবর্তন ডটকমকে বলেন, বুধবার এ সংক্রান্ত রায় প্রকাশিত হয়েছে। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে কনকর্ডের ভবনটি এতিমখানাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে জারি করা এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮ তলা বিল্ডিং এতিমখানাকে হস্তান্তরের আদেশ দেন।

সূত্র : পরিবর্তন
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com