কনুই দিয়ে ডাব ভেঙে বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫

কনুই দিয়ে ডাব ভেঙে বিশ্ব রেকর্ড
dab
সুরমা মেইলঃ মার্শাল আট বিশেষজ্ঞ কেশাব সোয়াইন কনুই দিয়ে ৯২টি ডাব ভেঙে গিনেস রেকর্ড বুকে নাম তুলতে যাচ্ছেন। মাত্র এক মিনিটেরও কম সময়ে ৯২টি ডাব ভেঙেছেন ভারতের উড়িষ্যার ভুবেনশ্বরের এই যুবক।

এর মাধ্যমে তিনি ২০১২ সালে তারই গড়া রেকর্ড ভেঙেছেন। ২০১২ সালে কেশাব এক মিনিট সময় নিয়ে কনুইয়ের সাহায্যে ৮৫টি ডাব ভেঙেছিলেন।

জানা যায়, কেশাব মোট ১৩২টি ডাব ভাঙলেও বিচারকরা ৬০ সেকেন্ডে ৯২টি ডাব গণণায় এনেছেন।

এর আগে মাথা দিয়ে ডাব ভেঙে রাজ্যের সবচেয়ে সাহসীর পুরস্কার অর্জন করেছিলেন। দুবছর আগে মাথা দিয়ে এক মিনিটে তিনি ১৮টি ডাব ভেঙে এই পুরষ্কার অর্জন করেন।

কেশাবের ডাব ভাঙার ওই অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের শিল্পমন্ত্রী দেবী প্রাসাদ মিশ্রা এবং মেয়র অনন্ত নারায়ন জৈন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com