কন্যার বাবা হলেন সাকিব

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৫

কন্যার বাবা হলেন সাকিব
sakib 2
সুরমা মেইলঃ প্রথম বাবা হওয়ার আনন্দে ভাসছেন সাকিব আল হাসান। সেই আনন্দ তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ফেসবুক পেজে মেয়ে হওয়ার খবর জানিয়ে সাকিব সবার কাছে দোয়া চেয়েছেন।রবিবার বাংলাদেশ সময় গভীর রাতে সাকিবের মেয়ে পৃথিবীর মুখ দেখে।সাকিব তার ফেসবুক পেজে লেখেন, ‘সুন্দর এই রবিবারে, ৮ই নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুণাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাঁদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালবাসায়। আমিন। – সাকিব’

সাকিব গতকালই যুক্তরাষ্ট্রে উড়াল দেন। স্ত্রীর জোরাজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় আসেন তিনি। ডাক্তাররা প্রথম দিকে জানিয়েছিলেন, ২১ নভেম্বর সন্তানের জন্ম দেবেন শিশির।

কিন্তু দুইদিন আগে নিয়মিত চেকআপে ডাক্তাররা শিশিরের পরিবারকে জানিয়ে দেন, বেশ আগেভাগেই পৃথিবীতে আসছে তাদের নতুন অতিথি। তাই ফোন পেয়ে এক ম্যাচ খেলেই স্ত্রীর কাছে ফিরতে হয় সাকিবকে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com