কন্যা সন্তানের মা হয়েছেন রানি মুখার্জী

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫

কন্যা সন্তানের মা হয়েছেন  রানি মুখার্জী

rani1

সুরমা মেইলঃ আজ বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড তারকা রানি মুখার্জী। টুইটারে চোপড়া পরিবারের পক্ষে প্রথম খবরটি দেন উদয় চোপড়া। তিনি লিখেছেন, ‘ইটস আ গার্ল।’

মেয়ে হওয়ার পর রানি জানিয়েছেন, ‘‘আমার সব অনুরাগীদের ধন্যবাদ। আজ সৃষ্টিকর্তা তাঁর সেরা উপহারটা আমাকে দিয়েছেন। আমার সব বন্ধুদের তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ।”

এদিকে আগামী বছরের জানুয়ারিতে সন্তান জন্ম দেয়ার কথা থাকলেও, বেশ আগেভাগেই মেয়ের মুখ দেখলেন রানি-আদিত্য দম্পতি।

নতুন সন্তানের আগমন উপলক্ষ্যে নতুন রূপে সাজছে চোপড়া বাড়ি। আর সেই ধুলাবালি থেকে বাঁচতে আগে থেকেই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন রানি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com