কবির খানের পেটে অস্ত্রো!

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬

কবির খানের পেটে অস্ত্রো!

কবির খান

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত ব্যবসাসফল ছবি ‘বজরঙ্গি ভাইজান’ -এর পরিচালক কবির খানের পেটে অস্ত্রোপচার হয়েছে। গত ১৩ মে ককিলাবেন হাসপাতালে এই পারিচালকের অস্ত্রপচার সম্পন্ন হয়। তার পেটে পাথর হওয়ার কারণে অস্ত্রোপচারটি করা হয়েছে!

জানা যায়- গত ১৩ মে ভোর ৪টায় হঠাৎ কবির খানের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গেই আত্মীয় স্বজনরা মিলে তাকে ককিলাবেন হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান, কবির খানের পেটে পাথর হয়েছে। আর তা অস্ত্রোপচার করে বের করতে হবে। অপেক্ষা না করে সেসময়ই অস্ত্রোপচার করে পাথর বের করা হয়।
বর্তমানে কবির খান সুস্থ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, কম করে হরেও অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এছাড়া পরশুর মধ্যেই হাসপাতাল ছেড়ে ঘরে ফিরতে পারেন তিনি।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com