সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে উপজেলা, পৌর ও ডিগ্রিকলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক চার্জশিট প্রদানের নিন্দা জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক মামুনুর রহমান মামুন, কলেজ ছাত্রদলের আহবায়ক কাজী ফয়ছল প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি