কমলগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭

কমলগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে উপজেলা, পৌর ও ডিগ্রিকলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক চার্জশিট প্রদানের নিন্দা জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক মামুনুর রহমান মামুন, কলেজ ছাত্রদলের আহবায়ক কাজী ফয়ছল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com