সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)। আহত হয়েছেন আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম ও শারমিন আক্তারকে হত্যা করেন। মাসুক আলীর অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছে। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম সাজেদুল কবির বলেন, মাছুমা বেগম ও শারমিন আক্তার ঘটনাস্থলে নিহতম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাজেরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(সুরমামেইল/এমবিএন)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি