সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দিরের প্রধান অফিসের আসবাবপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ জুলাই) দিবাগত রাতে অফিস কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা অফিসের আলমারি, টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে।
তবে অফিস থেকে কোন মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে কি না তা তাৎক্ষণিক জানাতে পারেনি দুর্গাবাড়ি পরিচালনা কমিটি।
সোমবার সকালে দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দূর্গাবাড়ির প্রধান অফিসের দরজা খোলা দেখে পাশের বাড়ির লোকজন তাকে খবর দেন। পরে তিনি দুর্গাবাড়িতে এসে অফিস তছনছের বিষয়টি দেখতে পান।
বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসনসহ দুর্গাবাড়ি সংশ্লিষ্ট অন্যান্য কমিটির নেতৃবৃন্দকে জানানো হয়েছে। দুর্বৃত্তরা কোন মালামাল লুট করে নিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্র্রীয় দূর্গাবাড়ির অফিসের আসবাবপত্র তছনছ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক জাহিদুল হক সোমবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা দূর্গাবাড়িতে ছুটে আসেন।
Design and developed by ওয়েব হোম বিডি