সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬
স্পোর্টস ডেস্ক : তিনি বালীপাড়ার ভাইজান চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছিল। এখন সেই প্রয়োজনেই ওজন কমাতে ঘাম ঝরাচ্ছেন তিনি। সালমান খান এমনিতে যে ফিটনেস সচেতন তা তাঁর দুরন্ত ফিগার দেখলেই বোঝা যায়৷ সাধে কী আর তাঁকে শার্টছাড়া দেখে তাঁর নারী ভক্তরা ফিদা হয়ে যান। কিন্তু এই পঞ্চাশেও যার এমন দুর্দান্ত চেহারা তাঁকে এখন ফিটনেসের উপর আরও গুরুত্ব দিতে হচ্ছে৷ আলি আব্বাস জাফরের ‘সুলতান’ ছবিতে সালমান একজন রেসলারের চরিত্রে অভিনয় করছেন। আর সেই কারণেই তাঁকে একটু বেশি সময় জিমে কাটাতে হচ্ছে৷ এমনিতেই ‘সুলতান’-এর জন্য তাঁকে প্রথম থেকেই ফিটনেস রেজিমের বিভিন্ন পর্যায় দিয়ে যেতে হয়েছে৷ তাঁকে কখনও রেসলিং কখনও বা মার্শাল আর্ট শিখতে হয়েছে৷ সেই জন্য তাঁকে কম পরিশ্রম করতে হয়নি৷ সুলতানের পরিচালক আব্বাস জাফরও চরিত্রের প্রয়োজনে সালমানের এই প্রচেষ্টার প্রশংসা করছেন। সম্প্রতি তিনি সালমান খানের ওয়ার্ক আউট সেশনের একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে৷ তাতে দেখা যাচ্ছে, সালমান তাঁর দুই ফিটনেস এক্সাপার্টের কথা মেনে ওয়ার্ক আউট করতে ব্যস্ত ৷ তাঁর ফিটনেস এক্সপার্ট তাঁর পায়ের ব্যায়ামের উপর বেশি জোর দিতে বলেছেন৷ মন দিয়ে এখন তাই করছেন ‘সুলতান’ সালমান খান৷
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি