ফেরদৌস অভিনীত হাঁসি টাট্টায় `নয় ছয়`

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫

ফেরদৌস অভিনীত হাঁসি টাট্টায় `নয় ছয়`

9 6

 

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : ফেরদৌস ও  মৌটুসী বিশ্বাস অভিনীত  ‘নয় ছয়’ ছবিটি শুক্রবার ঢাকার যমুনা ব্লকব্লাস্টার, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনে কমপ্লেক্সে মুক্তি পেয়েছে।

নির্মাতা রাফায়েল আহসান  বলেন, আমাদের দেশে কমেডি ছবি তেমন নির্মাণ হয় না। কিন্তু `নয় ছয়` ছবিটি মূলত কমেডি ধাঁচের। দর্শক হলে গিয়ে ছবিটি দেখার পর মজা পাবেন বলে আমি আশাবাদী।

ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন, ফেরদৌস এবং মৌটুসী বিশ্বাস। এ ছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, প্রাণ রায়, মিলু, উর্মি খান, মিল্কি, জাহাঙ্গীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com